কবিতাঃ- ভোলানাথ আছে সাথে
✍️ মনোজ ভৌমিক
নিরাসক্ত নির্বিকার মহা যোগেশ্বর,
আপন মহিমাগুণে সদাই ভাস্বর।
উচ্চ পর্বত শিখর উন্মুক্ত নিবাস,
ব্যাঘ্রচর্ম উপবিষ্ট অঙ্গে পীতবাস।
ব্রহ্মাণ্ড ঈশ্বর সদা আছে তোর সাথে,
বিশ্বাস রাখিস তুই,ঘাত প্রতিঘাতে।
ক্ষতি যারা করে তোর একান্ত গোপনে,
তারাও বুঝবে তোর সততার মানে।
কর্মক্ষেত্র,ধর্মক্ষেত্র রাখিস স্মরণ,
কর্মযোগী মন নিয়ে করিস অর্পণ।
মুখেতে মুখোশ পরা কতনা আপন,
কেউ হয় শুভাকাঙ্ক্ষী,কেউ দুষ্ট জন।
পরখ করবি শুধু বলবি না কিছু,
সদাই ব্যস্ত থাকিস,সুকর্মের পিছু।
চারিদিকে খেলা করে দুর্বৃত্ত সময়,
ভোলানাথ আছে সাথে নেই তোর ভয়।