কবিতাঃ- বিসর্জন তোকে হতেই হবে
✍️ মনোজ ভৌমিক
বিসর্জন তোকে হতেই হবে
যতই করুক পূজো তোর,
দিন ফুরোলে যেমন হয়
বৃদ্ধাশ্রমেই ওদের ভোর!
যতই তোকে বলুক দুর্গা
কালী কিংবা ও হৈমবতী,
সময় জানে এতে ওদের
শরীর মনের হয় না ক্ষতি।
উৎসব ছুঁলে সবার মনে
তুই হয়ে যাস বড্ড দেবী,
দেওয়াল রাঙা প্রতি ঘরে
খুঁজে দেখিস এদের ছবি!
পানের থেকে খসলে চুন
আঙুল তোলে সবাই যাকে!
দেবীর নামে অ-দেবী তুই
নিমেষে হোস সবার চোখে!!
মুখ গুঁজে ঐ সংসারেতে
সারা জীবন কিইবা পেলি?
বেলা শেষে দেখলি রে তুই
নিজের কাছে নিজেই খালি!
শরতের এ চারটে দিনে
মিছেই যেন "মা মা" ডাকি!
পিছন ফিরে তাকিয়ে দেখি
খড় মাটির উৎসব ফাঁকি!!