কবিতাঃ- ভিজলে শহর
✍️ মনোজ ভৌমিক
ভিজলে শহর তোমার কি যায় আসে!
তুমি তো এখন রূপ কথার ওই দেশে!!
ফ্লাট বাড়িতে জ্বালিয়ে নিয়ন বাতি,
রয়েছে সাথে কামরাঙা কোনো সাথী!
ভেজা বস্তির কান্না শোনো কি কানে?
তুমি যে এখন মগ্ন রিমিক্স গানে!
জানালার কাঁচ বৃষ্টি স্নাত প্রেমে,
ডুবছে হৃদয় অবৈধ কোনো গেমে!
ব্যালকনিতে হিমেল হাওয়ায় গতি,
এ শহুরে বৃষ্টি হারিয়ে দেয় সুমতি!
হাবুডুবু খাক বস্তীবাসীর জীবন,
এক পেয়ালায় ভরে কি তোমার মন?
বৃষ্টি তোমার পিয়াস বোঝায় জানি,
কেউ যদি ওতে হয় হোক অভিমানী।
শরীরের ভাঁজে এসরাজী মুন্সীয়ানা,
সুর লয় তাল হয়তো কারুর জানা!
মধুময় হোক বেডকভারের দেহ,
তুমি আর ও,আর জানবে না তো কেহ।
তোমার জন্য বৃষ্টি ঝরুক সারারাত,
ওরা সয়ে নেবে এ বৃষ্টির পক্ষপাত।