কবিতাঃ- ভিজবি যদি আয়
✍️ মনোজ ভৌমিক
ও শুভজিৎ,
কেমন আছিস?
ভিজবি যদি আয়।
আষাঢ় গেল
যেমন তেমন,
শ্রাবণ আঙিনায়।
ভরা যৌবন
কাজল নয়ন
মন যে তোকে চায়।
শরীর মনে
বড়ই পিয়াস,
আয়,মেটাবো আয়।
আয় না ওরে...
কোথায় রে তুই!
বেলা যে বয়ে যায়!!
আর পারিনে,
ওরে শুভজিৎ,
দেহ ভাঙে বন্যায়!
ভিজতে যদি
চাস রে এখন,
আয় রে ছুটে আয়।
এমন ভেজা
ভেজাবো জড়িয়ে
সব যাবে হারিয়ে।
দেখ না তুই,
ভিজছে শহর
আমার মহিমায়।
ভিজছে দেখ
দূরের ও গ্রাম,
স্নিগ্ধ প্রেম ধারায়।
করলে দেরি,
ভুগবি রে তুই,
প্রেমের প্রতীক্ষায়।
সবাই জানে,
মনটা আমার
ঘুরে ঘুরে বেড়ায়।
ফ্যানেরা সব,
রয়েছে দাঁড়িয়ে
আমার অপেক্ষায়।
ও শুভজিৎ,
চললাম আমি
ডাকবি না আমায়।