কবিতাঃ-ভাঙন
✍️ মনোজ ভৌমিক
ভাঙলে নদী সবাই দেখে
স্রোত নয় অনুকূল,
ভাঙলে হৃদি নীরবে ঝরে
ভালোবাসার বকুল।
ভাঙা গড়ার কঠিন খেলা
চলছে ভুবন জুড়ে,
কেউ বোঝে না কেমন করে
এ জীবন যায় মুড়ে!
শরৎ গিয়ে হেমন্ত আসে
ঝরায় গাছের পাতা,
শিশির শুধু ভিজিয়ে যায়
পুরানো দিনের খাতা।
সব ভাঙলে থাকবে পড়ে
ছাই কিংবা এ মাটি,
ভাঙন শুধু খেলার খেলা
ভালোবাসা রয় খাঁটি।