কবিতাঃ- ভেবে বল
✍️ মনোজ ভৌমিক
'যার গেছে তার গেছে' বলে
ঝাড়ছে গা,যেই লোকগুলো,
মানুষ যদি হয়েই থাকো
একান্তে নিজের কান মোলো।
প্রতিবাদের ভাষাটা যদি
তোমার মধ্যে নাই-ই থাকে,
পরম প্রবাদ বাক্যটিকে
ভালো করে আজ নাও চেখে।
অন্যায়কে সইছে যারা
তারাও কিন্তু আজকে দোষী,
প্রতিবাদের ভাষা অনেক...
ধরন-ধারন কম ও বেশী।
দিনের সাথে পাল্লা দিয়ে
ব্যভিচার কড়া নাড়ায়!
মানবতা চিৎকার করে..
মনুষ্যত্ব ঐ কাঠ গড়ায়!!
উঠছে আঙুল চারিদিকে
ধর্ষক নেই কোনখানে?
তুমি আমি একবারও কি
উত্তর খুঁজি নিজ মনে??
শিউরে উঠি ভাবতে গিয়ে
কোন জায়গায় নিরাপদ!
ঘরে বাইরে ও কর্মক্ষেত্রে
হায়না রূপী শত আপদ!!
আদিম থেকে ইন্টারনেট,
লাঞ্ছিতা ওই নারীর দল!
ধর্ষক কি নোস রে তুই?
মানুষ পুরুষ ভেবে বল।