কবিতাঃ- বসন্ত পাক পূর্ণতা
✍️ মনোজ ভৌমিক
পলাশ হাসে,শিমুল ফোটে,
জেগে ওঠে কিংশুক,
রক্তিম রাগে রাঙিয়ে হৃদি
কৃষ্ণচূড়ার ভরি বুক!
ভুলিয়েছে ওরা বিগত অতীত
পাতাঝরা রিক্ত ক্ষণ,
সময়ের গানে বেহিসাবী নাচে
ভাবনায় সমর্পণ।
ফাগুনে আগুন জ্বলে বুকে
প্রেমে ভেজে দেহ মন,
ভিখারী হয়েছে ভালোবাসা
চেয়ে থাকে অনুক্ষণ।
বসন্তে যদি বাহার আসে
এদের কি যায় আসে!
ঘামে ভেজা ঐ শরীর গুলো
গ্রীষ্ম বর্ষা শীতেও হাসে।
শরৎ আলোয় রাঙিয়ে চোখ
প্রতিবার খোঁজে সুখ,
ধোঁয়াশা মাখা হেমন্ত এসে
দিয়েছে যাতনা দুখ!
বাহার থাক ফাগুনের দেহে
ওরা সেই ঝরাপাতা,
ওদের কারণে সময়ের গানে
বসন্ত পাক পূর্ণতা।