কবিতাঃ- ভালোবাসা স্টেশন
✍️ মনোজ ভৌমিক
দুনিয়ার ঐ স্টেশনটিতে
আজ কেইবা থামতে চায়!
সবাই আজকে স্বার্থ নিয়ে
দূরের স্টেশনে চলে যায়।
সময় বড় চতুর আজ
ঐ স্টেশনটাই দিশেহারা!
ভ্রাম্যমান এই ট্রেন যাত্রী,
নিজেরাই পাগলপারা!!
ট্রেনের মত রঙ বদলায়
ওই গিরগিটিদের মত,
স্টেশন রয়েছে প্রতিক্ষাতে
যদি একবার থেমে যেত!
দূরত্বের ট্রেনগুলি যদি
ওই স্টেশনে এসে থামতো!
অভিমানও ঝিমিয়ে যেত
ঝগড়াঝাঁটিও হতো ক্লান্ত।
অভিমান ও ঝগড়াঝাঁটি
যেন সময়ের এক্সপ্রেস,
স্টেশন শুধু দাঁড়িয়ে আছে
সৎ ভাবনা হয়েছে শেষ।
তাইতো সদাই দূর্ঘটনা
আর অহরহ বিচ্ছেদ,
স্টেশনের বুকে বড় ক্ষত
থাকে ভাবনায় পূর্ণচ্ছেদ।