কবিতাঃ- ভালোবাসা ও প্রেম
✍️ মনোজ ভৌমিক
ভালোবাসা ভালো নয়
ভালো লাগাও ঠিক তাই,
অনুভূতি বাড়লেই
কাছে টানে মনটাই।
তারপর প্রেম এসে
ক্ষণিকের সুখ চায়,
শরীরটা কাছে পেলে
জেগে ওঠে লালসায়।
ও প্রেম তো প্রেম নয়
ও যে শুধুই ধোঁয়াশা,
ভালোবাসা মরে যায়
থাকে একবুক নিরাশা।
কিছু কিছু ভালোবাসা
বড় বেশি শয়তান,
মুখটা লুকিয়ে রেখে
মুখোশেতে গায় গান।
আর কিছু ভালোবাসা
চায় শুধু ওই মন,
ওখানেতে প্রেম নেই
ভালোলাগা অনুক্ষণ।
ভালোবাসা খুঁজে খুঁজে
পৃথিবীটাও ধুঁকছে,
বিশ্বাসে গম্ভীর প্রশ্ন
দুনিয়া তাই কাঁপছে।