কবিতাঃ- ভালোবাসা মানে
ভালোবাসা মানে নতুন করে
নিজকে খুঁজে পাওয়া,
ভালোবাসা মানে দুই হৃদয়ের
এক প্রাণ হতে চাওয়া।
ভালোবাসা মানে হাজার কবিতা
কল্প লোককে ছোঁয়া,
ভালোবাসা মানে অসীম বিশ্বাস
একসাথে গান গাওয়া।
ভালোবাসা মানে দুরন্ত আবেগ
বসন্তের ওই হাওয়া,
ভালোবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালোবাসা মানে অশান্ত এক নদী
সাগরের বুকে ধাওয়া,
ভালোবাসা মানে সবুজ পাহাড়
সুনীলকে ছুঁতে যাওয়া।
ভালোবাসা মানে চাঁদপানা মুখ
রাতকে খুঁজে নেওয়া,
ভালোবাসা মানে প্রেম জোছনায়
নিজের ভাসিয়ে দেওয়া।
ভালোবাসা মানে মনের অসুখ
অতৃপ্তি থাকে ছাওয়া,
ভালোবাসাহীন জীবনটা যেন
মরুদ্যানের কায়া।