কবিতাঃ- ভালোবাসা কারে কয়
✍️ মনোজ ভৌমিক
মনের কোণে জমলে মেঘ
কবিতা লেখো যে খুব!
শতেক শব্দ অশ্রু হয়ে
ঝরে পড়ে টুপ টুপ!!
একলা মনের ব্যালকনিতে
যখন থাকি একা,
তোমার অশ্রু সিক্ত কবিতা
একাই পড়তে থাকা।
ভাবতে থাকি কেমন করে
এমন কবিতা লেখো!
মন কাঁদুনে ঐ শব্দ গুলো
কোথায় গিয়ে শেখো!!
মন পোড়া ওই শব্দ আসে
হেরে গেলে ভালোবাসা,
সাদা খাতায় কালো অক্ষরে
জেগে ওঠে নিরাশা।
প্রশ্ন সকল হারিয়ে যায়
অনুভূতি বেঁচে রয়,
হৃদয় ছুঁলে বুঝতে পারি
ভালোবাসা কারে কয়!