কবিতাঃ- ভালো থেকো নিবারণ
✍️ মনোজ ভৌমিক
সেদিন নিবারণকে যেন এক পলক দেখেছিলাম!
ঝকঝকে চকচকে একটা চারচাকা গাড়িতে।
আমাকে হয়তো চিনেও চিনতে পারলো না!
চোখেতে একটা বেশ মোটাসোটা কালো চশমা ছিল।
কিন্তু আমি তো চিনেছি সেই চেনা মুখ!
ভুলিনি আজও এক দশক আগের সেই মুখ!!
যে মুখে ছিল না আন্তরিকতার অসুখ!
ডাকের প্রত্যাশা নিয়ে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম।
তারপর হতাশা বুকে মুখ গুঁজে ফিরে এলাম।
সেদিনের সেই হাভাতে নিবারণের মুখে ছিল অকৃত্রিম হাসি,
মানুষের মাঝে মিশে গিয়ে খুঁজে নিত হতাশা নিবারণের খুশি।
অসম বন্ধু হলেও প্রেরণার মন্ত্র নিত সব জনে জনে।
পাড়ার সবাই বলতো,ঐ দ্যাখো নিবারণ,
শিক্ষা বুকেতে ওর, একদিন হবেই উন্নয়ন।
হঠাৎ একদিন শোরগোল, নিবারণ চলে গেছে ঘর ছেড়ে!
বৃদ্ধ মা-বাবার চোখ শুধু অশ্রু জলে ভরে।
পরে ডাকযোগে এসেছিল একটা চিঠি,
পাড়ার সবারে বোলো, চিন্তা নেই, আমি ভালো আছি।
আজ চোখের সামনে পাড়ার অনেকেই দেখলো.. নিবারণ!
সময় বদলে গেছে, ভাব ভাবনায় এসেছে বারণ!!
সময়ের চিত্রপটে যদি আসে উন্নয়ন,
এইভাবে হারিয়ে যায় বুঝি সেই পুরাতন!
ভালো থেকো,ভালো থেকো, তুমি নিবারণ।