কবিতাঃ- ভালো মানুষ
✍️ মনোজ ভৌমিক

ভালো মানুষ ভেবে যাদের
আঁকড়ে ধরো আজ,
দু’দিন পরে বোঝাবে ওরা
ছিল না ভালো কাজ!

সময় দিনে এই কথাটি
সবাই মনে রেখো,
'ভালো' যাদের আখ্যা দিলে
তাদের ঘুরে দেখো।

মাথার 'পরে যেদিন তুমি
দেখবে ওদের তাজ,
সেদিন তুমি দেখবে ভাই
কেমন ভেলকি নাচ!

ছদ্মবেশী ভালো চেহারায়
কোরো না হে বিশ্বাস,
সময়কালে ওদের কর্মে
ফেলবে দীর্ঘশ্বাস!

ঘোর কলিতে চাল চলন
দেখছি সবারি এক,
সত্যি কারের ভালো লোকের
কাটতে থাকে নাক!