কবিতাঃ- ভালো আছি (১৩২৫ তম)
✍️ মনোজ ভৌমিক
মরণ আশ্চর্য নয়
বাঁচাটাই যে বিস্ময়!
'জন্মিলে মরিতে হয়'
ধ্রুব সত্য এ নিশ্চয়।
আপন কেউ তো নয়
চারিদিকে অভিনয়!
মুখোশের সমন্বয়,
বড় বেশি লাগে ভয়।
বন্ধু আজ কেউ নয়
স্বার্থ নিয়ে খেলা হয়,
ছলনার কথা কয়,
ব্যবহারে পরিচয়।
দিন কাল ভালো নয়
হিংসার হয় জয়!
সময় বিষাদময়,
মানবিক অবক্ষয়।
পৃথিবী কারুর নয়
মানে শুধু কতিপয়,
আমিত্বের নাচ হয়,
আসন্ন মহাপ্রলয়!
পদে পদে বিপর্যয়,
'ভালো আছি,'বলতে হয়।