কবিতাঃ- ভাবনায় হেঁটে নাও
✍️মনোজ ভৌমিক
সময় যেমন চতুর আজ
তার থেকে বেশি বোকা,
যেমন বিড়াল খুঁজতে থাকে
ভাজা মাছের ঐ শিকা!
নেট দুনিয়ায় হারিয়েছে
আজকে শতেক মন!
প্রেমের খেলায় কেউবা আগে
কেউবা হয় পিছন!!
আবাল বৃদ্ধ আর বনিতা
খেলছে অসম খেলা!
কেউবা খেলে লুকিয়ে বেশ
কারো দেখি কালবেলা!!
আঙুল তোলে ভীষণভাবে
একে অপরের দিকে!
ভার্চুয়াল ঐ শব্দটা আজ
দেখছি বড়ই ফিকে!!
বলছি মিছে আজকে সবাই
চাই ভাই বিনোদন,
অতৃপ্ত ঐ শরীর ও মন
অসময়ে খুঁজে আপন!
ফিল্টার করা ছবিগুলো
সোস্যালে হচ্ছে পোস্ট!
লাইক কমেন্ট অবাধ চলে
ম্যাসেঞ্জারে হয় হোস্ট!!
তোমর আমার কবিতাগুলো
আজ বড্ড বেশি একা!
সরষেয় ভিতর ঘুরছে ভূত
পাবে বলো কার দেখা!!
সময় আজ বদলে গেছে
দিনকাল বড় মন্দ,
নেশার থেকেও বড় নেশা
ভালোবাসাবাসি দ্বন্দ্ব!
তোমরা যারা লিখছো কিছু
প্রাণ খুলে লিখে যাও,
চোখ কান মুখ বন্ধ রেখে
ভাবনায় হেঁটে নাও।