কবিতাঃ- ভাবনা মরেই বেঁচে থাক
✍️ মনোজ ভৌমিক

কেমন বন্ধু খুঁজছো তুমি
মনখারাপি ও জনার্দন?
জৈষ্ঠ এখন শেষের মুখে
কাঁদাও কেন কোমল মন??

আষাঢ় এসে ভাসাবে তরী
ডোবাবে বন্ধু অনেকজন,
ডুবতে ডুবতে ভেসে উঠো
নইলে কিন্তু আস্ত মরণ।

মুখোশ পরা সবার মুখে
বন্ধু চিনবে কেমন করে!
সামনে তোমার মিষ্টি হাসি
পিছনে তোমায় জ্যান্ত মারে!

সত্য,ত্রেতা ও দাপরটাকে
আজকে সবাই গেছে ভুলি,
প্রকৃত বন্ধু ঐ যুগেতেই
এখন যে এটা ঘোর কলি!

সুদামা আর কৃষ্ণ কথা
ভাবতে গেলে অবাক লাগে,
সময় বন্ধু আজকে দেখি
পয়সার মাপে ওঠে জাগে।

বন্ধু শব্দটা তফাৎ যাক
ভাবনা মরেই বেঁচে থাক।