কবিতাঃ- ভাবনা বন্দী সময়
✍️ মনোজ ভৌমিক
তুমি ও আমি এই সময় ছোঁয়া লোক,
মন ভেঙে ভেঙে করছি শুধুই শোক।
আঙুল তুলে বলছি আজ পরকীয়া,
মিছেই কেন গো জ্বালাই আপন হিয়া?
সময় এখন মরছে জটিল রোগে,
তৃপ্তি নেই আজ গতানুগতিক ভোগে।
নেট দুনিয়ায় কাঁদছে সবার মন,
কেউবা সাধু,কারুর সাধু সাজার ভড়ং।
ঐ ষোলোর থেকে আশির কথাই বলি,
সব জায়গায় ভাবনাটা মনচলি।
শরতের মেঘে আলো খেলে লুকোচুরি,
সময়ের সাথে ভাবনাও বলিহারি।
যেমন খুশি তেমন নাচুক সবাই,
সনাতনী প্রথার হচ্ছে হোক না জবাই।
ডিপ্রসন আর টেনশন অজুহাতে,
শতেক বাহানায় বিচ্ছেদ সংঘাতে।
পিয়াসী হয়েছে আজ সময়ের মন,
ভাঙি আর গড়ি ক্ষণেকের এ জীবন।
আঙুলটা আজ থাক না তালুতে মুড়ে,
চোখ কান মুখ থাকুক না ডাকঘরে।