কবিতাঃ-উত্তর ঠিক পেয়েই যাবে
✍️ মনোজ ভৌমিক
শিক্ষার আলো জ্বালাতে হবে
সারা বিশ্বের হৃদয় মাঝে,
চারিদিকে কঠিন আঁধার
সভ্য হিংসা সকাল সাঁঝে!
প্রকৃত শিক্ষা ভিক্ষা মাগছে
দিন দুবেলা ওই রাস্তাতে,
জ্বললে আলো বিকোয় দেখি
এদিক ওদিক সস্তাতে!
আঁধার কাটানো শিক্ষাটাকে
মিথ্যে কেন সব খুঁজি!
মনীষদের সে মহান বাণী
প্রলাপ যেন আজ বুঝি।
হিংসা দ্বেষ আগ্রাসনই
সময়ের বড় শিক্ষা ভাই!
তুমি আমি বলছি শুধুই
এই সময়ের বদল চাই!!
প্রশ্ন কোরো না সময়টাকে
আমরা এখন কোন যুগে!
উত্তর ঠিক পেয়েই যাবে
প্রশ্ন করার ঠিক আগে।