কবিতাঃ- উনিশ আজও দিয়ে যায় ফরমান
✍️ মনোজ ভৌমিক
তুমি আর আমি গান গাই এক সুরে,
আবেগ জড়ানো শ্যামলিমা শিলচরে।
শিকড়ে শিকড়ে জীবনের জয়গান,
এগারো শহীদী রক্তের এ মহা দান।
তোমার আমার মন ছোঁয়া ভালোবাসা,
হৃদয় বলবে 'আ-মরি বাংলা ভাষা।'
আকাশে বাতাসে উড়ছে ভোরের পাখি,
কোন সুরে বলো তোমাদের আজ ডাকি?
ভাবনা দেয়ালে যারা গড়েছিল ধাঁচা,
দু'চোখে তাদের স্মৃতিকে আঁকড়ে বাঁচা।
ওই সবুজ ঘাসেতে বিছিয়ে শীতলপাটি,
এসো আজ চুমি সেই একষট্টির মাটি।
শহীদের খুনে রাঙানো ও পথঘাট,
কান পেতে শুনি জীবন্ত সেই আহাট।
উনিশ আজও দিয়ে যায় ফরমান,
ভাষা শহীদদের দিতে হবে সম্মান।