কবিতাঃ- উল্টোরথ
✍️ মনোজ ভৌমিক
সেই যে সেদিন নিবারণ টেনেছিল রথের দড়ি...
তারপর থেকে আর থামেনি ঐ রথ!
জীবন-ঈশ্বর অধিষ্ঠিত ছিল ওই রথে
যদিও সংঘর্ষময় ছিল সময়ের পথ।
শত বন্ধুর পথ ভেঙে ভেঙে এগিয়ে চলে
অজ্ঞাত গন্তব্যের পথে ঐ রথ।
নিবারণ আবার রথের দড়ি টানে
মনে তার ফিরে দেখা সময় শপথ।
জাগতিক ঈশ্বর অলক্ষ্যে মুচকি হাসে
নিবারণ চোখে দেখে শূন্য রথ!
কি করে বুঝবে বলো ওই নিবারণ
ব্রহ্মাণ্ডের চিরায়ত নিয়মের গতিপথ!
উলোটপালট হয়ে যায় আজ তার
চাওয়া পাওয়া, আকাঙ্খা- আসক্তি!
শূন্য রথে ধ্বনিত হয় কঠিন শব্দ,
আর নয়, আর নয়, এবার চির 'মুক্তি।'