কবিতাঃ- উজ্জ্বলা যোজনা
✍️ মনোজ ভৌমিক
যোজনাগুলো যোজন পথে
ভাবনা নিয়েই বেশ আসে,
হাততালিতে হই যে মুখর
আমরা সবাই এই দেশে।
হঠাৎ করে বীর ডুবুরী
মুক্ত খোঁজেন হারিয়ে বেশ!
আমজনতা নাভিশ্বাসে
এবার বুঝি হবেই শেষ!!
উজ্জ্বলা এলো সকল দোরে
ছড়ালো আলো ঐ রান্না ঘরে,
জিরো ব্যালেন্সে জিরোই দেখি
মন কেমনের ভাঙা দোরে।
ভর্তুকিটাও হয়েছে শেষ
কাঁদছে এখন রান্নাঘর,
খড়কুটো আর ঘুঁটেগুলো
কবেই যেন হয়েছে পর।
রাজার ঘরে বাজা-ই বাজে
তোমার আমার শূন্য কেশ!
সবাই রাজার এই দেশেতে
উন্নয়নের দারুণ রেশ!
বদল দেশে হচ্ছে অনেক
ভাবনা ঘোরে দেশবিদেশে,
তোমার আমার যাতন কথা
মরছে ওদের ভালোবেসে।
গদীর উপর বসলে পরে
সবার দেখি একই চাল,
ভোট যন্ত্রের যাঁতাকলে
গুঁড়িয়ে যায় এই কপাল।