কবিতাঃ- তুমিও ভেজো
✍️ মনোজ ভৌমিক
ভিজছে দেশ, ভিজছে মাটি,
ভিজছে সকল গাছপালা,
ভিজছো তুমি যেমন খুশি
মিটিয়ে মনের সব জ্বালা!
বৃষ্টি কি আর তোমায় ভেজায়!
তুমিই ভেজাও ঐ বৃষ্টিকে,
যুগ বদলের মিথ্যে খেলায়
বদলাতে চাও এই সৃষ্টিকে!
মন্দির ভেজে,মসজিদ ভেজে,
ভিজছে দেখো গির্জাটাও,
বিভেদ তো নেই বৃষ্টি ফোঁটায়!
তুমিই কেন জোর খাটাও!!
ঐ সওদাগরী পন্থা হাটায়ে
যে যার মতো বাঁচতে দাও,
ধর্ম ভিজুক,মানুষ ভিজুক,
ভিজুক তোমার গদিটাও।
যেমন খুশি ভিজতে পারো
ঝরিয়ে রক্ত এই দেশে,
মানুষ আগে, না ধর্ম আগে?
হিসেব কি আজ কেউ কষে??
ভোট ব্যাঙ্কের রাজনীতিতে
খেলা খেলতেই ভালোবাসে,
গদি বাঁচলেই তুমি মানুষ,
নেপথ্যে ধর্মও খুব হাসে!
পাহাড় কেমন ভিজছে দেখো
আগে বাড়ার ধর্ম নিয়ে,
তুমিও ভেজো এমনি করেই
সাম্যের সেই গানটি গেয়ে।