কবিতাঃ- তুমিই রুদ্র
✍️ মনোজ ভৌমিক
অতৃপ্তির মাঝে তৃপ্তি তুমি
বন্ধনের মাঝে মুক্তি,
দুঃখের মাঝেও সুখ তুমি
তুমিই অগতির গতি।
তুমিই রুদ্র,ভৈরব তুমি,
তুমিই কালবোশাখী,
ধ্বংসের মাঝে সৃষ্টি তুমি
তুমি ছাড়া সব ফাঁকি!
গুরু গম্ভীর নিনাদে তোমার
ঐ অম্বর ওঠে কেঁপে,
সৌদামিনী বড় চঞ্চল মতি
জটা 'পরে থাকে ঝেঁপে!
অসীমের মাঝে অরূপ তুমি
সুন্দর এই ধরায়,
তুমি ছাড়া এই রিক্তা প্রকৃতি
আপনার শ্রী হারায়।