কবিতাঃ- তুমি আছো কেন শুয়ে!
✍️ মনোজ ভৌমিক

শ্রাবণ বৃষ্টি দেখি এখন
বড়ই যে এলেবেলে!
কখন কোথায় পড়ে ঝরে
কোন সে নতুন ছলে!!

কেউ জানে না,কেউ বোঝে না,
কী যে নিয়ম নীতি!
হাঁপিয়ে ওঠে সময় দিনে
সুস্থ সবল প্রকৃতি!!

স্বভাব ছোঁয়া নিয়ম নীতির
বদল হওয়া চাই,
এই কথাটাই জানিয়ে দিল
প্রতিবেশী দেশ ভাই।

৭৫ পেরোনো স্বাধীনতায়
দাপটে কেন হে "কোটা?"
স্বাধীনতার মূল মানেটা
বোঝাবে কেউ কি গোটা??

এখনো কেন হে ভিক্ষাবৃত্তি?
দাও,আমায় দাও!
যোগ্যতা যদি সঠিক থাকে
অধিকার ছিনিয়ে নাও।

আসল কথা জানো কি ভাই
পেলে আর কেইবা ছাড়ে!
সংবিধানের বিধানটাকে
হিম্মত কারই বা নাড়ে?

নাড়াতে গেলেই গদি টলমল
রাজ্য,দেশ ও রাজার,
গদীর নেশায় মত্ত সবাই
ভানটা অন্ধ সাজার!

প্রতিবন্ধী,অতি আদিবাসীর
"কোটা-ই" প্রয়োজন,
"বেটী পড়াও,বেটী বাঁচাও"  
ভাবনায় থাক রণ।

"সবাই রাজা" এই কথাটি
ফলবে কবে এ দেশে?
সেঞ্চুরিটাও যাবে ফুরিয়ে
আমি তুমি হাপিত্যেশে!

জাগো জোয়ান,হও আগুয়ান,
বিপ্লবের ভাষা নিয়ে,
প্রতিবেশী যদি জাগতে পারে
তুমি আছো কেন শুয়ে?

শ্রাবণ বৃষ্টি দেখবে আবার
সময়কে ছুঁয়ে নেবে,
অঝোর ধারায় নামবে বৃষ্টি
নদী নালা ভরে যাবে।