কবিতাঃ- তুমি হাসো সুহাসিনী
✍️ মনোজ ভৌমিক

সুহাসিনী,আর কত হাসবে তুমি!
তোমার ওই মুক্তঝরা হাসিতে
হাসেনা আর এই পৃথিবী!!
সীমাহীন মৃত্যুর কলরবে
থেমে গেছে সময়ের হাসি!

আর একবার প্রাণ খুলে হাসবে কি তুমি?
হাসবে কি ভীষণ জোরে??
ঐ বারুদের বিভীষিকা,
বিষাণুর ভয়াবহতা ঢেকে যাক
তোমার হাসির দাপটে।

তোমার অমৃতময় হাসিতে
হেসে উঠুক এই রিক্তা ধরিত্রী।
মুছে যাক সমস্ত মলিনতা,
দৈনতা,হিংসা-বিদ্বেষ।

তুমি হাসো সুহাসিনী, তুমি হাসো....
তোমার অমলিন, অকৃত্রিম হাসিতে
হেসে উঠুক ভুলে যাওয়া সুখ!
সুহাসিনী, এ পৃথিবীর আনাচে কানাচে আজ বড় দুখ....