কবিতাঃ- তুমি এসো
✍️ মনোজ ভৌমিক
অভিবাদন তো তোমায় জানাতেই হয়,
কারণ,তোমার মধ্যেই রয়েছে আগামীর প্রত্যয়।
তোমার ওই ঐন্দ্রজালিক গাণিতিক অবয়বে,
কত যে অভাবনীয় ভাবনা লুকোনো,তা সময়ই বলে দেবে!
তুমি তো আসবেই জানি,সময় গুণে তোমাকে আসতেই হবে,
জাগতিক নিয়মে তোমার আসাযাওয়া শাশ্বত এ ভবে।
সময়ের অলিন্দ ছুঁয়ে যখন মগ্ন হই শত স্মৃতির রোমন্থনে,
তুমি এসো,শত জীর্ণতা,মলিনতাকে দূরে ঠেলে নব আনন্দ গানে।
শুধু একবুক প্রত্যাশা নিয়েই তোমায় সাদরে বরণ করি,
অনাবিল সৌন্দর্যকে অভাবনীয় অনুভূতিতে জড়িয়ে ধরি!
অবসাদ,বিষাদ দূর করে,তুমি এসো,অসীম প্রশান্তি নিয়ে,
গভীর,নিবিড় আলিঙ্গনে এসো হে নূতন,অমৃতসুধা দাও ভরিয়ে।
নিষ্কলঙ্ক চির নতুনের হোক জয়,
অরুণ আলোর হোক নব অভ্যুদয়।