কবিতাঃ- তুই যে এখন
✍️ মনোজ ভৌমিক
সব গল্পেই একটা থাকিস তুই,
ইচ্ছে তো হয় একটু তোকেই ছুঁই।
ছুঁতে গেলেই শেষ হয়ে যায় গল্প,
ছোঁয়া অ-ছোঁয়ার মাঝেই থাকে কল্প!
মন ছুঁই ছুঁই পেখম ওঠে জেগে,
চাহিদা কথা থাক না বর্ষা মেঘে।
শরীর ছুঁলেই সব গল্পই শেষ,
শেষ হয়ে যাবে মনময়ূরী আবেশ।
দু'এক ফোঁটা বৃষ্টি ছুঁলেই ভাপ,
সেঁদো গন্ধের হয় কি পরিমাপ!
আমায় ছুঁলে দোষ নেই তো তোর,
অধরা তুই ভাবেই হই যে বিভোর।
মনচলি তুই, সবাই তোকেই চায়
এই অবেলায় ভেজালি শুধু আমায়!
ভিজতে আমার নেই তো কোনো দোষ,
তুই যে এখন সময়ের আপসোস!!