কবিতাঃ- তুই যাচ্ছিস....যা...
✍️ মনোজ ভৌমিক
তুই যাচ্ছিস? যা...
বাধা দেবো না।
যবার সময় সকরুণ দৃষ্টিতে
কেন বার বার পিছন ফিরে তাকাস??
বড় ব্যথা জাগে মনে...
কিন্তু এ নিয়ম তো জাগতিক,
যেতে তো তোকে হবেই...
তুই থাকলেও বা কি!
আর চলে গেলেও... বা কি!!
আমার ও ওদের কিছু যায় আসে না।
তুই কি ভেবেছিস ওর কথা!
ও আর তোর মধ্যে তফাৎটাই বা কী!!
শুধু রঙ আর রূপের বাহার!
ওটাও একদিন বাসি হয়ে যাবে...
রঙমেখে খুঁজবে আর একটা নতুনের স্বাদ!
আমি বা আমার মত যারা,
বেশ ভালো আছে।
তুই যাবি...
ও আসবে....
সে আসবে.....
আমি বা আমরা কিন্তু সেই একই....
কেবলি রোদ খুঁজতে খুঁজতে
আঙিনায় বসে
আঁচড়কাটা স্মৃতির রোমন্থন করতে করতে ঘুমিয়ে পড়বো...
কারো কোনো দীর্ঘশ্বাস থাকবে না!
আমাদের বুকে পা দিয়ে জেগে উঠবে অট্টহাসি আর উল্লাস....
জানি,তুই শুধু সংখ্যা হয়েই সময়ের পরিহাস!
যেখানেই থাকিস ভালো থাকিস।
বিঃদ্রঃ - বিদায় বাংলার ১৪২৯