কবিতাঃ- তুই
✍️ মনোজ ভৌমিক
এলেই হয়ে যাস নতুন!
গেলেই হোস পুরাতন!!
শুধু সংখ্যারই বিবর্তন!
কাঁদায় হাঁসায় কত মন!!
কেন যে তুই আসিস!
আর কেনইবা যাস!!
এর কোনো মানেই বুঝিনা!
তোতে শুধুই কি হয় বয়স গোনা!!
তোর মধ্যেই ভালোবাসা বাঁচে মরে!
আবার তোকেই প্রেম আঁকড়ে ধরে!!
কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানিস!
তোকে ছুঁয়েই দুটি অনুভূতি হয় ভ্যানিস!!
তোর মত ওই অনুভূতি দুটিও বড্ড অধরা!
তাই তোর বিদায় ও আগমনের আয়োজন এত্তো সারা!!
সত্যিই তুই এক অদ্ভুত মিউজিক!রহমান নাকি ভী বালসারা!!
এই সময় সন্ধিক্ষণে তোর পর্যবেক্ষণেই আমরা আত্মহারা!
তুই যাই-ই হোস ধরা বা অধরা,
আসলে তুই যুগ বদলানোর চিরন্তন ধারা।