কবিতাঃ- তৃপ্তির স্বাদ
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২০/০৬/২০২২
বড়ই বিষাদ মনের আকাশ জুড়ে,
তোমার কথা ভেবেই হলাম সারা।
আছো যে তুমি আমার থেকেই দূরে!
দিন দু'বেলা বাড়ছে মনের পারা!!
হঠাৎই এলে শীতল শরীর নিয়ে!
একলা পেয়ে ভেজালে গভীর রাতে,
তপ্ত মন শান্ত হলো তোমায় কাছে পেয়ে,
সকল ব্যথা জুড়ালো তোমারই সাথে।
সিক্ত হলো এ মনের সকল চাওয়া,
অসীমের মাঝে এই তো শ্রেষ্ঠ পাওয়া।