কবিতাঃ- ততবারই বলবি...
✍️ মনোজ ভৌমিক
এখন যদি তোর কাছে কবিতা চাই
আমি জানি তুই মুখ ভেংচে বলবি,
আদিখ্যেতা! কবিতা চাই!! মরণ...
কবিতার জন্যে ভাব চাই, রস চাই, ভাবনা চাই....
আর আমি! আমি তো এখন শুকনো মরুভূমি!!
দুর পাগলী!তুই তো আমার চাওয়াই বুঝলি না!!
কবিতা কোনো দিন শুকোয় না রে...
কবিতার বয়সও হয় না
কবিতা বাঁচে ওই মনে...
একবার ভালো করে ভেবে দেখ
যতবারই ভাববি... ততবারই বলবি,
" মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে....