কবিতাঃ- তোষামুদি রাজতন্ত্র
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ১৬/০১/২০২৩
দুখ দুখালি কষ্ট কথাগুলি
শোনাই বলো কারে?
বিচার সভা বিচার তন্ত্র নিয়ে
নিজেই যে কান্না করে!
তোমার আমার মন কাঁদুনে ব্যথা
দ্বন্দ্ব নিয়েই বাঁচুক,
জ্বলুক হিয়া,জ্বলুক মনের দিয়া
সময় শুধু নাচুক।
আসল কথা বুঝলে কি জনাব
হয়েছ বলির পাঁঠা!
যূপকাষ্ঠে যখন দিয়েছ মাথা
হতেই হবে যে কাটা।
ন্যায়ালয় যদি প্রহসন হয়
গণতন্ত্র যায় কোথা?
দিন বদলের পুরানো খেলায়
পেয়ো না একটুও ব্যথা।
গান্ধীজীর তিন বাঁন্দর হয়ে
কাটবে সময় যন্ত্র,
তুমি আর আমি সেই বোকা লোক
তোষামুদি রাজতন্ত্র।