কবিতাঃ- তোর যাত্রা শুভ হোক
✍️ মনোজ ভৌমিক
সাত সমুদ্র তেরো নদীর
পারে যাচ্ছে আশিয়ানা,
ওখানে গিয়ে গড়বে ওর
নতুন এক আস্তানা।
দুইচোখে ওর স্বপ্ন ভরা
কেমন হবে সে দেশ!
সেইখানেতে মানুষগুলোর
কেমন হবে গো বেশ!!
কেমনতর দেখাতে হবে
টমি আর পুষি ক্যাট!
হামটি ডামটি দেওয়ালে বসে
পরবে কি মাথায় হ্যাট!!
জ্যাক এন্ড জিল পাহাড় চড়ে
আনতে যাবে কি জল!
ফাটবে নাকি জ্যাকের মাথা
হবে যখন ও ফল!!
এমনি কত ভাবনা ওর
আজকে মনের মাঝে,
ঘুম হয়না সকাল দুপুর
রাত্রি কিংবা সাঁঝে!
আদর সোহাগ মাখা সবার
ওরে ছোট্ট সোনা মেয়ে,
তোর মিষ্টি কথা,নাচের ছন্দে
থাকিস ওখানে ছেয়ে।
আশিয়ানা,ওরে আশিয়ানা,
স্বপ্ন রঙিন চোখ,
ভুলিস না তুই এ দেশটাকে
তোর যাত্রা শুভ হোক।