কবিতাঃ- তোর এই পুণ্য জন্মদিনে
✍️ মনোজ ভৌমিক
কেমন করে তেরোটা বছর করলি রে তুই পার!
সবার চোখেই এই প্রশ্ন জাগে আজো বার বার!!
মায়ের হাসি হয়নি বাসি তুই যে গলার হার,
নাইবা হলো গর্ভধারিণী ভাবনাটা যশোদার।
কৈশোর যেন অরূপ ছন্দে খুলেছে জ্ঞানের দ্বার!
সময় এসেছে এ বিশ্বটাকে জানতে হবে এবার।
দত্তাত্রেয় নক্ষত্র তোর ঐ কপাল ছুঁয়েই আছে,
জীবন গড়ার প্রতিজ্ঞা নে এবার নতুন ধাঁচে।
অবক্ষয়ী এই সমাজে প্রত্যয় হোক না দৃঢ়,
আওয়াজ শুনি চারিদিকে, গড়ো মানুষ গড়ো।
চাইনা ঐ অতুল ঐশ্বর্য,চাইনা ও অট্টালিকা,
এ জীবন যুদ্ধে জয়ী হয়ে সবারেই তুই দেখা।
এমন কীর্তি স্থাপন কর যেন বাঁচিস সহস্র বছর,
তেরো পরের এই জন্মদিনটা পাতুক শ'য়ের আসর।
আকাশ ছুঁতে দোষ তো নেই থাক শূণ্য ওইখানে,
মাটির স্পর্শ হৃদয়ে রাখিস মা'র মমতার ঘ্রাণে।
দেখবি সেদিন আকাশ মাটি হয়ে যাবে একাকার,
সকল স্বপ্ন সফল হবে লক্ষ্যটা হবে সাকার।
আশীর্বাদ রইলো রে তোর এই পুণ্য জন্মদিনে,
প্রণাম জানা ঐ ঈশ্বরে আর সকল গুরুজনে।
বিঃদ্রঃ- আজ ছেলের জন্মদিন। আপনাদের আশীর্বাদ পাথেয়।