কবিতাঃ- তোমরা যারা
✍️ মনোজ ভৌমিক

তোমরা যারা দেখছো খেলা
ফেলছো শুধুই দীর্ঘশ্বাস,
চোখ কান সব খোলাই রেখো
আটকে নিয়ে খানিক শ্বাস।

খেলা তো ভাই নিত্যদিনের
হার ও জিতের সমন্বয়,
রাজায় রাজায় খেলা হলে
প্রজার থাকে ভীষণ ভয়।

সব খেলার ফল তো আসে
জিৎ কিংবা হারের সাথে,
গদীর খেলার ফলাফলে
রাজ ভৃত্যের দাপট হাতে।

রাজতন্ত্রের একটা নেশা
বাঁচতে হবে সিংহাসন,
জ্বলুক না ক'টা যতুগৃহ
পুড়ুক না হয় জনগণ।

রাজতন্ত্র আর গণতন্ত্রের
ফারাক তুমি পাওকি খুঁজে?
দু'জাগাতেই রাজার দাপট
রাজধর্ম আঁকেন ধ্বজে।

সাজুক যত মন্ত্রণালয়
কিংবা রাজার সিংহাসন,
তুমি,আমি সেই সাধারণ
রাস্তায় পাতি নিজ আসন।