কবিতাঃ- তোমারই হবে জয়
✍️ মনোজ ভৌমিক
প্রশ্ন মনে ঘুরছে মানুষ
কোথায় লুকিয়ে সত্য?
কঠিন আঁধার দিকে দিকে
খুঁজছি তারেই নিত্য।
সত্য-মিথ্যার মাপকঠিতে
জগৎ এখন ক্লান্ত!
মিথ্যে দিয়েই চলছে জগৎ
সত্য হয়েছে ভ্রান্ত!!
সময়টা যে বদলে গেছে
মিথ্যারই দবদবা,
শত অন্যায় দেখেও সত্য
প্রতিবাদে থাকে বোবা!
সম্পর্কের নিগূঢ়তায়
সততা আজ কোথায়?
একে অপরে আঙুল তুলি
ভাবনা মরে ব্যথায়।
মিথ্যা খেলছে সত্যের সাথে
বড়ই কপট খেলা,
দ্বন্দ্ব যুদ্ধে লড়ছে সদাই
সময়টা কালবেলা।
দিন দুবেলা হারছে সত্য
ঘোর কলি এলো নাকি!
বিচার আচার ন্যায়ালয়
দেখছি সবই মেকি!!
সত্য তোমায় জাগতে হবে
হোকনা মহা প্রলয়,
হোকনা বিনাশ, ধ্বংস যজ্ঞে
তোমারই হবে জয়।