কবিতাঃ- তোমার মনের একতারাতে
✍️ মনোজ ভৌমিক
তোমার মনের একতারাতে
আমার বেহাগ সুর,
বাঁধলে ওই হৃদয় তারে
গান, বেদনা বিধুর।
রিমঝিম ঝিম বৃষ্টি ধারা
মনটা ছুঁলে তোমার,
একতারাটা বাজিও তখন
কাঁদবে হিয়া আমার।
ভৈরবী রাগ হারিয়ে যাবে
মেঘমল্লার ভীড়ে,
যক্ষ বিরহ নিয়ে ও প্রাণ
ভিজবে শূন্য নীড়ে।
শূন্য খাঁচায় একতারাটা
নিখাদ সঙ্গী সুজন,
খাদ শুধুই এই হৃদয়ে
হলাম না প্রিয়জন!