কবিতাঃ- তোমার জন্মদিন
✍️ মনোজ ভৌমিক
ঐ দেখো না আকাশ জুড়ে
বাদল মেঘের ভেলা,
হাসছে রোদ, দুলছে মেঘ,
লুকোচুরি এই বেলা।
ক্যালেন্ডারে চোখ রেখো না
দেখো গো সমুখ পানে,
আজকে ভুবন ভরুক না
মন হারানোর গানে।
বুকের মাঝে আঠপিঠে রোদ
হৃদয়ে ভাবের মেলা,
ক্লান্ত চাতক পিয়াসী চোখে
চেয়ে আছে সারাবেলা।
ও করবী, ও জুঁই চামেলি,
তোমরা সবাই এসো,
বকুল তুমি ঝরো না যেন
আকুল হয়েই হেসো।
মল্লিকা আর মালতীদের
রইলো না হয় ফাঁক,
ঝিঁঙে ফুল ও লালদোপাটি
একটু দুরেই থাক।
সাত রঙেতে সাজাই ওরে
সাত সুরে গাই গান,
মুষল ধারে নামুক বৃষ্টি
জুড়োক না ওর প্রাণ।
বনবিচুলী, শুকনো ঘাসে
জেগে ওঠে উন্মাদনা,
আজকে তোমার জন্মদিন
হয়ো না গো আনমনা।
খুশির আবেশ দেখো ওই
গাছ-গাছালির প্রাণে,
প্রকৃতিও বুঝেছে আজকে
এ জন্মদিনের মানে।
চিরসবুজ থাক ও মন
সংখ্যা নামের মাত্র,
ঈশ্বরে সদা থাক না মতি
মনে ভালোবাসা মন্ত্র।