কবিতাঃ- তোমার হাতে হোক সাফাই
✍️ মনোজ ভৌমিক

মূখ্য বিচারক নীরব হলেও
নীরব নয় উপরওয়ালা!
বিচার ছাড়া উৎসব মহড়া
ঈশ্বর চায় না এই খেলা!!

দুর্গতিনাশিনী উদাস হলেও
প্রলয় চান কি মহেশ্বর!
ভাঙছে পাহাড়,ডোবে সমতল
শরৎ হ'লো শ্রাবণ ঘর!!

দীনের দেবতা তুমি যোগেশ্বর
অভয়া যেন বিচার পায়,
নইলে তোমার এ ধ্বংস যজ্ঞে
রইলো আমার ভীষণ সায়।

দুঃশাসন আর দুর্যোধনের
প্রতাপ থেকে মুক্তি চাই,
সময়ের এই অসুরীবৃত্তির
তোমার হাতে হোক সাফাই।