কবিতাঃ- তোমাদের ও তো শুভ হোক
✍️ মনোজ ভৌমিক
আজও সেই বসন্ত আসে
যেমন এসেছিল সেদিন,
বাহারও তেমনই আছে
শুধুই বৃষ্টি ভেজায় দিন!
পলশ তো ডাকে না আর
শিমুলের চেহারা নিথর!
ঐ কৃষ্ণচূড়া আজও সাজে
শুধু আমাতেই আমি পর!!
হৃদয় নদীর কূল ভাঙে
স্মৃতিগুলি ডোবে আর ভাসে,
চৈত্র দূরে হাতছানি দেয়
নেপথ্যে হেমন্ত বড় হাসে।
কালবৈশাখীও বারবার
ভেঙে যায় মনের দুয়ার,
বৃষ্টি ছুঁতেও ইচ্ছে করে না
ইচ্ছে হয় না শ্রাবণে ভাসার।
শরতের ঝলমলে আলো
রাঙায় না আর এ দু'টি চোখ,
ধোঁয়াশা ছুঁয়ে শীতও আসে
মনের মাঝে জাগায় শোক।
বসন্ত তো আসে আর যায়
প্রজাপতি দেখে কত লোক,
আমার বসন্তের দুর্ভোগ
তোমাদের ও তো শুভ হোক।