কবিতাঃ- তবুও বেড়ি শিকলে মানুষ
✍️ মনোজ ভৌমিক

আমরা যারা দিন প্রতিদিন
মরতে থাকি দুইবেলা,
তাদের কাছে দেশ পালানো
আজকে যেন এক খেলা!

দায়িত্ব যখন বোঝা হয়ে যায়
বুঝবে কি কেউ সেই জ্বালা!
আগুন পেটে জ্বললে ক্ষুধা
বলবে মন, যাঃ, যাঃ পালা!!

আঁকচারাতে ভাগ করেছো
এটা আমার ওটা তোমার!
নিয়ম কানুন বেঁধেছো খুব
এদিক থেকে ওদিক যাবার!!

আকাশে ওড়া পাখি গুলোর
নেইতো কোনো নিষেধ বাধা!
আমরা মানুষ ধর্ম জাতে
বিভেদ বর্ণে আজও বাঁধা!!

কত না যুগ হারিয়ে গেল
সভ্যতা কত ধূলিসাতে!
তবুও বেড়ি শিকলে মানুষ
ডিজিটাল এই সভ্যতাতে!!

আবাক করা এই দুনিয়ায়
মানুষ নামে প্রশ্ন অশেষ!
বিজ্ঞান একা প্রমাণ দিল,
বিবর্তনের অংশ বিশেষ!!