কবিতাঃ- টাইটানিক
✍️ মনোজ ভৌমিক
তোর চোখে ওই ডুবন্ত টাইটানিক!
এখন আমি ঐ জাহাজের নাবিক।
জীবন যখন বড়ই বেসামাল,
জাগলো চোখে অপরূপ তোর চাল!
ডুবতে আমার একটুও নেই ভয়,
ডুবো জাহাজেই হঠাৎ পরিচয়!
রাডার ছুঁয়ে চলে গেছে হিমবাহ,
আমি দেখেছি,আর দেখেনি তো কেহ।
ক্লিওপেট্রার শরীর ছিল দু'চোখে,
সিজার সেজে দেখেছি শুধুই তোকে!
ডুবছে ডুবুক সাম্রাজ্য ওই রোম,
ভায়োলিনে জুড়ে শব্দটা ছিল ওম!
ডুবো পাহাড়ে ভেঙে গেছে তলদেশ!
দু'জনার মনে নেই তার কোনো রেশ।
সাগর তলে খুঁজবো সুখের ঘর,
ধরার হাওয়া আজকে ভীষণ পর।
এমনি করেই ডুবুক টাইটানিক,
তুই আর আমি মরে বেঁচে যাব ঠিক।