কবিতাঃ- তিনবারে জেগো
✍️ মনোজ ভৌমিক
বিশটা বছর ছিল
ঘুরে দাঁড়াবার,
দাঁড়িয়েও ছিল দল
বড় শানদার।
হারেনি একটিও ম্যাচ
এলো ফাইনাল,
প্রত্যাশায় ছিল দেশ
করবে কামাল।
হতাশায় হতবাক
সারা স্টেডিয়াম!
বিষ্ময় সবার চোখে
একি পরিণাম!!
চেয়েছিল ময়দান
কঠিন লড়াই,
অজুহাত দিয়ে আজ
হারকে লুকাই!
প্রত্যুত্তর দেওয়ার
নেই এভিডেন্স,
দেখলো দাড়িয়ে বিশ্ব
লো কনফিডেন্স।
ময়দানে দোষ নেই
খেলাটাই কথা,
ত্রুটিগুলি ঢাকবার
শুধু বাচালতা।
একবার দুইবার
তিনবারে জেগো,
নইলে এমনিভাবে
পরাজয় মেগো।