কবিতাঃ- ঠোক্কর
✍️ মনোজ ভৌমিক
জানো অনুপমা,মা বলতেন,
ছোটোবেলায় যখন চলতে শিখেছিলাম
দু'পা এগিয়েই নাকি টাল না সামলেই
লুতুস করে পড়ে যেতাম!
আর ভ্যাঁ..ভ্যাঁ.. করে কাঁদতাম!!
মা ডাক দিলে আবার উঠতাম
আবার পড়তাম!
কিন্তু ঠোক্কর খেতাম না।
জ্ঞান হওয়ার পর থেকে যতই এগোছি,
ততই ঠোক্কর খাচ্ছি!
কখনো বন্ধুত্বের ঠোক্কর!! অর্বাচীন ভালোবাসার ঠোক্কর!
এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জের ঠোক্কর!!
রাজনৈতিক ও অস্থির সমাজের দাম্ভিকতার ঠোক্কর!
চাকরির বড় সাহেবদের ঠোক্কর তো গা সওয়া হয়ে গেছে,
আর সংসারের ঠোক্কর তো গায়ে মেখে নিয়েছি।
কিন্তু আত্মিক সম্পর্কের ঠোক্কর বড্ড মনকে জ্বালায় অনুপমা!
সত্যি কথা বলতে, ঠোক্কর গুলোকে আজ এমনভাবে
হজম করে নিয়েছি,
এখন আর ঠোক্কর খেলেও কিছু মনে হয় না।
আর মনে মনে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদলেও
বাইরে আওয়াজ আসেনা।
এখন ঠোক্কর খেলেই মা'র মুখটা মনে পড়ে....