কবিতাঃ- ঠিক যখনই বৃষ্টি নামে
✍️ মনোজ ভৌমিক
ঠিক যখনই বৃষ্টি নামে
আকাশ থাকে মেঘলা,
তোর কথাটাই ভাবি বসে
বন্ধ ঘরেতে একলা।
বৃষ্টি এলেই তোর মনেতে
জাগতো ভেজার নেশা,
ভিজিয়ে চুল,শরীর জুড়ে
সব হারানোর তৃষা।
বৃষ্টি ভেজা কদম হয়ে
বলতিস হেসে ধীরে,
আয়রে শুভ,একটুখানি
আদর করি তোরে।
ভ্রু'র নীচে ঝিলিক দিত
বিজুলী রাঙা চোখ,
অতৃপ্ত সেই ঠোঁটে দু'টিতে
প্রথম প্রেমের ঝোঁক।
হঠাৎ স্পর্শে শরীরময়
শিহরণ অদ্ভুত,
মনের আকাশ ছুঁয়ে হতাম
কামরাঙা অম্বুদ।
তোর হৃদয়ে রবীন্দ্র গান
ভেজা বর্ষার সুর,
আমি তখন মেঘমল্লার
আবেগ ছিল মধুর।
আঙিনা ভাঙা বর্ষার গানে
চিলেকোঠা যেত ছুঁয়ে,
চোখে চোখে বলতিস তুই
আবার ভিজবো প্রিয়ে।
আজকে দেখি আঙিনা ছুঁয়ে
বৃষ্টি কত নেচে যায়,
স্মৃতির পাতায় আজো তুই
মন করে হায়! হায়!