কবিতাঃ- তেসরা চৈত্রের মাস
✍️ মনোজ ভৌমিক
কেন যে এলি? কেন চলে গেলি??
দিয়ে গেলি বড় ব্যথা!
যাবার বেলায় চেয়ে চেয়ে গেলি
বললি না শেষ কথা!!
কেমনে বোঝাই হৃদয় গভীরে
দিয়ে গেলি কত ক্ষত!
ওরে ও অবলা শুধুই এ মনে
ভাসছিস অবিরত!!
সোহাগে আদরে পেলেছিনু তোরে
ভালোবাসা ছিল অতি,
বোঝাতে পারি না আজো যে নিজেরে
কতখানি হ'লো ক্ষতি!
দিবস রজনী মনে মনে কাঁদি
কোথায় আমার বুচু?
তোর বাসা পানে যখনি তাকাই
ভরা আঁখি হয় নিচু।
পারিনা ভুলিতে মুহুর্ত গুলিকে
বড়ই মধুর ক্ষণ,
বোঝাবো কি করে মানুষের ঘরে
কতটা ছিলি আপন!
মানুষ না হয়ে বোঝালি রে তুই
হৃদয় কতটা বড়!
চাসনি কিছুই শুধু গৃহ কোণ
থাকতিস জড়সড়।
ডাক দিলে তুই বোঝাতিস সবে
সদস্যা এই ঘরের,
সময়ে বোঝালি আমরা ছিলাম
তোর কাছে তো পরের!
অভিমান শত পুষেছিলি মনে
বোঝাসনি একবারো,
দু'টি চোখ শুধু এ চোখেই ভাসে
চেয়েছিনু তোরে আরো।
বিষাদ আজকে মনের গহীনে
বাদল মেঘের বাস,
দাগ দিয়ে গেল আমাদের মনে
তেসরা চৈত্রের মাস।