কবিতাঃ- তর্জনীটা যতই উঠুক
✍️ মনোজ ভৌমিক

এখন শুধু আঙুল চুষি
দিন দুবেলা সংখ্যা গুনে,
কোন আঙুল চুষবো আগে
ভাবছি এখন মনে মনে।

তর্জনীটা যখন তখন
বুঝিয়ে দেয় নয় সে খাটো,
মধ্যমাটা বড়ই নীরস
মুখের মধ্যে সহজে যেতো।

অনামিকাটি রহস্যময়
চুষতে গিয়ে খুঁজতে থাকি!
কনিষ্ঠাটি যেমন তেমন
থাকনা না হয় ওটা বাকি।

দল ছাড়া ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ
ওটাই কিন্তু সবার প্রিয়,
তর্জনীটা যতই উঠুক
যোগ সংযোগ দেখেই নিও।

তুমি ও আমি লঘুই হ'বো
গরিষ্ঠ কথা যাবে হারিয়ে!
ঐ আঙুলটা থাকনা বেঁচে
চুষবো ওটা ওই সময়ে!!