কবিতাঃ- তাইতো আজ
✍️ মনোজ ভৌমিক
এ পৃথিবীতে কেউ সুখী নই
অ-সুখ দেহ ও মনে!
ভ্রুক্ষেপ নেই ওই দুয়েতে
ব্যস্ত চাওয়ার গানে!!
ছুটছি সবাই ঊর্ধ্বশ্বাসে
পেতে চাই ,আরো..আরো..
যদিও পাওয়া হয়না পুরণ
পূর্ণতা আসেনা কারো,
ধ্রুব সত্যটা জেনেও সবাই
মানছে বলো আজ কে?
সবার মনে অধিক চাওয়া
রয়েছে দেখছি ছেয়ে!
টেক্কা দেওয়ার প্রতিযোগিতা
সবার জীবনে আজ,
পাওয়ার নেশায় অন্ধ জীবন
নেই মনে কোনো লাজ।
অভিলাষ দেখি সবার মনে
আরো চাই! আরো চাই!!
'যেটুকু পেয়েছি এই অনেক'
ভাবনায় সুখ নাই!
তাইতো আজ জীবনের গতি
বড় বেশিই অস্থির,
নিঃশ্বাসে কারো বিশ্বাস নাই
মন ভাঙা তসবীর।