কবিতাঃ- স্বপ্নের সফলতা
✍️ মনোজ ভৌমিক
দিন ফুরোলেই রাত আসে
ঘুম আসে দুই চোখে,
ঘুমের ঘোরে মানুষ জন
নানান স্বপ্ন দেখে।
স্বপ্ন দেখা দোষের তো নয়
মনের আবেগ অতি,
স্বপ্নগুলো সাকার করতে
নেই তো কোনো ক্ষতি।
স্বপ্ন নিয়েই দিনের শুরু
স্বপ্ন দিয়েই কি শেষ?
স্বপ্ন চোখেই যায় কি বাঁচা
বিনা বাস্তব আবেশ??
শুধু স্বপ্ন নিয়ে বাঁচে যারা
বাস্তবে তারা নিষ্ফল,
স্বপ্ন তাদের সফল হয়
কর্মে যারাই সবল।
স্বপ্ন যদিনা থাকে দু'চোখে
প্রেরণা জাগাবে কে?
স্বপ্ন ও কর্ম মহান যার
জগৎ চুষবে তাকে।
দিবাস্বপ্ন দেখেন যারা
কর্মে থাকেন বিমুখ,
তাদের স্বপ্ন স্বপ্নই থাকে
কপালে জোটেনা সুখ।