কবিতাঃ- স্বাধীনতার স্বাদ
✍️ মনোজ ভৌমিক

ধার করা এ স্বাধীনতায়
দেখছ তো ভাই কেমন লাগে!
ভাগ করলো ওরা ও তারাও
শ্রাবণ দিনে ও রক্ত ফাগে!!

বীর সুভাষের রক্ত চাওয়া
ছিলোই সেদিন বড্ড হেও,
আজকে যখন খাচ্ছো হোঁচট
ভাবনাটাকে পরখ করো।

ডাণ্ডি,অহিংসা,অসহযোগে
ভাবনা নয় কি তোষামুদে!
কদমে কদম মিলত যদি
স্বাধীনতার প্রকৃত স্বাদে।

ভেবেছিলে থাকবে ভালো
ব্রিটিশদের দেশ ছাড়িয়ে,
মরলো যারা শুধুই লড়ে
তাদের তুমি কিইবা দিলে?

কেউবা থাকে শহীদ রাগে
অধিক উঁচু স্ট্যাচু কারুর!
স্বাধীনতার স্বাদটা তাই
পরাজিত রাজা পুরুর!!

সিংহাসনে কোদল ছিল
সেদিনও সেই শুরুর দিনে,
চলছে খেলা আজও দেখি
কেনা বেচার কঠিন রণে!

তুমি ও আমি সেই বেচারা
পুকুর চুরির গল্প শুনি,
ভোট ব্যাঙ্কের রাজনীতিতে
আমরা আজ চায়ের চিনি!

চা ফুরোলেই শূণ্য ও কাপ
উড়ে ধোঁয়ায়র কথাকলি!
কুলুপ এঁটো তিন জাগাতে
নইলে হবেই পাঁঠাবলি।

স্বাধীনতার অর্থটা এই
মুখে তালা আর কানে তুলো,
মনের কথা মনেই রেখো
চোখ বাঁধতে যেন না ভুলো।